প্রত্যূষে একাকিনী কে গো বালিকা
নিশাজলে চরণতলে ছিন্ন শেফালিকা
তুলিছ গো একমনে ধ্যান নাহি কোনখানে
জপিছ কাহার নাম একাকিনী আনমনে
তৃণমূলে জোগাইছ হিমানী নীহারিকা।
কে গো বালিকা!
শরতের নির্মল নীলাভ আকাশে
শারদীয়া সংহতি ছড়ালো যে বাতাসে
মন্দ পবন শীতল সূতল ছন্দে
মাখিয়া অঙ্গে তব মদির গন্ধে
কুড়াইছ ফুলদলে গাঁথিতে মালিকা
কে গো বালিকা।
আমলকি বন হেরি দুরুদুরু বক্ষে
শীহরিছে প্রেম-হিমে দেখ চাহি চক্ষে
ক্ষুব্ধ টগররাজি অভিমানে দুলিছে
ধ্যান নাই একমনে শেফালিকা তুলিছে
তাহাদেরও কথা শোন ওগো পৃথী-পালিকা,
কে গো বালিকা
আনমনে তুলিতেছ শুধুই শেফালিকা।