শারদ নভোনীলে শ্বেত জীমূৎ বায়,
বলাকাপুঞ্জ গুঞ্জরি' ভেসে যায় ;
তাহাদেরই এক পালক,
নিতান্তই না-বালক,
হেসে হেসে ভেসে পড়ে শারদার পায়।
এখন পূজার মাস,
ধানক্ষেতে চরে শামুক ধরে কত শত যে হাঁস,
তাদেরই একটি পালক;
হবে কেউ কারও চালক,
টুপ করে খসে ,
চুপ করে বসে,
পড়ে আইলের গায়।
নিকোনো উঠোনে ঘুরে,
শস্য দানা সরিষা কলাই তরে,
একঝাঁক পোষা পায়রা,
নেই কোন নোলক, নেই মামুলি টায়রা,
তাদেরই একটি পালক,
হয়তো সে বর কিম্বা বরের শ্যালক,
ঝরে পড়ে সেই নিকোনো আঙিনায়,
আমার লেখনী হায়,
টুপ করে তুলি'  দোয়াতের কালি নিয়ে,
নিকোনো উঠোনে কবিতা লিখে যায়।
*********************************