ও সৈকত সিক্ত দেহে
আসিস নে মোর কাছে,
জানি তোমার পরম স্নেহে
সর্দি জমা আছে ।
এই গরমে মর্মে মরি
পেতে তোমার ছোঁয়া,
সেই কারণে শরম করি
উঠলে মুখে ধোঁয়া ।
ও সৈকত তোমার নাকি
আছে অনেক বালি,
পুদিনা লতা হাতে রাখি
পুঁতে দেব খালি।
নেইকো আদর কোন যতন
এমনই ওঠে বেড়ে,
পড়ে থাকে তোমার মতন
প্রিয় পরিজন ছেড়ে।
ও সৈকত তোমার বুকে
আছে নাকি মুক্তা,
রাখব গলে পরম সুখে
মেয়ে মোর উপযুক্তা।
লাল কাঁকড়া যখন তোর
বুকের উপর ছায়,
মন খারাপের সময় মোর
আকাশ পানে ধায় ।
ও সৈকত আঘাত লহর
কেমনে বুকে ধর,
আমি গুনি মরণ প্রহর
তুমি ঈশ্বর স্মর ।
ও সৈকত তোমার তীরে
ঝাউ নারকেল মেলা,
সকল প্রেমীর অশ্রু নীরে
কর নীরবে খেলা।
নতুন বিয়ের কনে নিয়ে
বর বেড়াতে এলে,
তখন তোমার অবুঝ হিয়ে
মিষ্টি পরশ পেলে,
কেমন করে বোঝাও তাদের
জীবন সুখের হয়,
মধুচন্দ্রিমা হয় না যাদের,
শুভ বিবাহ হয়।