কুঁড়ি হয়ে ফুটল অমলতাস,
অন্তরে তার হিরণ্যাক্ষ দ্যুতি,
কমলে কামিনী নিষ্ঠুর পরিহাস,
শীতল কণায় বর্ষার বিচ্যুতি।


বক্ষ মাঝে উত্তাল বীচিমালা
চুম্বনে ভরে শুষ্ক বেলাভূমি,
সহেনা বর্ষা সতীনকাঁটার জ্বালা,
মর্মরে তার অন্তরময় তুমি।


বরষার বারি তৃণমূলে রসাধার
মরুর বক্ষে কল্পনাতীত আশা,
ধরণীর 'পরে পরাণের সঞ্চার,
তোমার আমার নাতিশীতোষ্ণ বাসা।


বর্ষাধারা সময়ের এক স্রোত,
কালের প্রবাহে হৃদয়ের কল্লোল,
জীবনের সহিত যুক্ত ওৎপ্রোত,
গীত বিতানে পুষ্পের কলরোল।


বর্ষাবারি প্রেমের উদাসী সুর,
জলতরঙ্গে আবেশী কোন গীত,
নীলাম্বরে ধ্বণি তার সুমধুর,
বসন ব্যসনে বিলাসবহুল চিত।