শিক্ষিত হচ্ছি সবাই দীক্ষিত হই কই ?
বড় হচ্ছি ঠিকই কিন্তু মানুষ কিভাবে হই।
মোবাইল আজ হাতের শোভা ছুড়ে দিচ্ছি বই
গ্যাজেট আশক্ত নির্ভর জীবন আমিতো রোবট নই।


ইন্টারনেট এর মহা-জালে গড়ছি আমরা কাল
আশক্ত হয়ে পড়ছি সবাই একি হচ্ছে হাল।
মহা-ব্যধিকে দিচ্ছি সুযোগ অলস হয়ে যাচ্ছি
মায়ের হাতের রান্না না ওভেনের খাবার খাচ্ছি


জাগতে পারিনা গ্যাজেট ছাড়া, ঘুমাতে পারি না গ্যাজেট ছাড়া
খাইতে পারিনা গ্যাজেট ছাড়া, বলতে পারিনা গ্যাজেট ছাড়া।
ওরে ভাই একটু দাড়া, আরে ভাই একটু দাড়া।