ছেলেকে বলি আমি থাকতাম ছোট্ট
যদি বেঁচে থাকতো তোর দাদী!
.............................আমি এখনো কাঁদি।
ঝড়, তুফান আছাড় আনে
মেঘ যত গর্জে উঠে
ভয় পাশ কেন সোনা আঁচলতলে শুবি?
..............................আমি এখনো কাঁদি।
খাইয়ে খাইয়ে হাড়ি শেষ
আমি অনেক খেয়েছি বেশ
মা বলে পেট তোর খালি কেন সোনা
আর কটা ভাত খাবি?
..............................আমি এখনো কাঁদি।
যদিও সাদা হতো দাড়ি চুল
মা বলতো ও শরীরের ভুল
লাভ হবেনা ভাবি
..............................আমি এখনো কাঁদি।
তোর যত হোক বিপদ বাধা
চিন্তা করিস না ওরে গাধা
আমায় সঙ্গে নিবি
...............................আমি এখনো কাঁদি।