কিছুই ভেবে পাই না আমি ! কি করে যে হয় ?
হৃদয় বলে করো ভালোবাসা, মাথা বলে নয়।
মাথা বলে হতে চাইলে ধনী? ছিন্ন করো বাধন,
হৃদয় বলে স্বজন হারালে কপালে আছে কাঁদন।
মনের ভিতরে অনেক অনুভূতি নাচে ছন্দে ছন্দে,
আবেগ,বিবেকের বুঝি না ভাষা! পাইনা কোনো মান দন্ডে।
সুখ-দুঃখের আলাদা অনুভূতি বিপরীত কাজ করে !
প্রচুর দুঃখে কান্না আসেনা, খুশিতে অশ্রু ঝড়ে।
নিজের কাছে নিজেই অজ্ঞাত, আবার ইন্দ্রিয় ভ্রম করে,
আবেগ-বিবেক, সুখ-দুঃখ সবই এলোমেলো কাজ করে।
আবেগের সাথে বিবেকের যুদ্ধ,সুখে-দুঃখে হয় লড়াই,
হাসির সাথে কান্নার দ্বন্দ্ব, মাথা ও হৃদয় করে বড়াই