ঋণ দিয়েছি আপন ভাইকে
কি বলে শুনুন দাদা
নিজের ভাইয়ের কাছে টাকা চাষ
তুই কত বড় গাঁধা।


ভাই আমার অনেক বিপদ
পুরা না দে ? দে আধা?
বড় ভাইয়ে ভাষা আর করিস না আশা
সম্পর্কে মাখিস কেন কাদা।


যদিও আপন বোন মণি-মুক্তার মতন
সেও নিলো টাকা ধার
বোনাই বলে বোনকে করিলে দোয়া
ফেরত দিতে হয় কি আবার।


অসহায় হইয়া মনে বিরহ লইয়া
অন্যদের কাছেও টাকা চাই
মুখস্থ বাণী নিজেরই অভাব
তোমার ধার কি করে মিটাই।


টাকার খাতিরে অনেক বান্ধব
আমাকেই সাথে নিয়ে ঘুরে
অভাব প্রহরে তারাও কাছে নাই
মনে হয় পাখনা লাগিয়ে উড়ে।


এই যদি হয় সমাজ ব্যবস্থা
করবে না কেউ উপকার
উপকারির ঘাড়ে লাথি প্রমাণিত
টের পেয়েছি বার বার।