আজ আমি খুব ক্ষমতাবান
দেখাই নিজের দৌরাত্ম্য।
কয়েকশ যুগ আগেও ছিলাম
শক্তির কাছে পরাস্ত।


আদিম যুগের কথা ভুলে গেছে সবাই ।
তখন মানুষ ছিল কতটাই না অসহায়!
আত্মরক্ষা করাটাই ছিল দুষ্কর
মানুষ ছিল দূর্বল, শক্তিটাই মুখ্য।


আজ মানুষ ক্ষমতা দেখায়
পশু হত্যার প্রতিযোগিতায়।
মনে কোন থাকে না মায়া
করতে গলায় অস্র প্রচার।


পয়সা দিলেই পশু মেলে
জবেহ দিতে কষ্ট কি!
পয়সা আসে কোথা হতে
উপার্জনের উৎস কি?


ক'টা পশু কিনেছি ফেসবুকে কর প্রচার
মান সন্মান জড়িত,জানতে হবে সবার।
জবেহ শেষে মজুদ করি পশুর মাংস সবটা
সারা বছর পরে আছে কাজে লাগবে পুরোটা।


দূর করতে মনের কালিমা
কোরবানি দাও ষড় রিপু কে।
সমাজটাকে সুস্থ করতে
নির্মূল করো মনের পশুত্ব কে।