তুমি কি শোননি তোমার কানের কাছে বলা সেই কথাখানি।
যাতে মিশে ছিল আমার মরে যাওয়া আত্মার ভাবার্থ। যা বোঝার সামর্থ্য হয়ত তোমার ছিল না। কিন্তু তুমি কি তা শোননি।
শোনোনি আমার পঁচে যাওয়া মস্তিষ্কের পাগলামি। যা স্বয়ং স্রষ্টা দিয়েছিল তোমার পাগলামি বোঝার জন্য। হায়! তা কোথায় বুঝলাম, উলটো পঁচে গেল তা।
তুমি কি শোননি ঘড়ির কাঁটার বিপরীতে স্পন্দিত হওয়া আমার হৃদয়ের কথাখানি, যার স্পন্দন থেমে  যেত তোমায় দেখে।আজ তা থেমে গেছে তোমার কথায়।
তুমি কি শোননি আমার স্থির দুটি বিবর্ণ চোখের কথা, যা বলত ও দেখত তোমায়।
বোধহয় তুমি সবই শুনেছ, বুঝোনি কিছুই।
আমি জানতাম তুমি একটা বোকা, আমিও তাই বনে গেলাম নির্বোধ।