মূক হয়ে গেছে কী এ রাষ্ট্রের সবাই!
দেখেও বলে না কিছু যা ঘটে ঘটুক;
সকলে ফিকির করে গোছাতে আখের
গ্রহন করে না সত্য,যা কিছু রটুক।।


বধিরের সুখ নিয়ে ঘুমায় কতেক
শুনে না কোথায় বাজে উচ্চ আর্তনাদ;
যখন নিজের ঘরে আসবে আঘাত
বুঝবে বধির হয়ে থাকার কী স্বাদ?


কে কবে পেয়েছে অধিকার বিনাযুদ্ধে
চুপ করে পারবে না যেতে বেশিদূর?
মাঝেমাঝে দিতে হয় সিংহের হুংকার
নচেৎ কাড়বে থালা শিয়াল কুকুর।


শকুন দমাতে হলে সাহসের সাথে
কখনো ঝরাতে হয় শরীরের রক্ত;
মূক আর বধিরের নেই কোন স্থান
পৃথিবীর সকলেই দাপটের ভক্ত।


ভদ্রতা সমাজে আজ দুর্বলতা বলে গণ্য
করুণার পাত্র হবে গুটিয়ে রাখলে হাত;
সময় থাকতে কাঁদো একে অপরের জন্য
সম্মুখে অপেক্ষমাণ বিভীষিকাময় রাত।