শ্রমিকের পাওনা, কেন দিতে চাওনা
সে তোমার ভাই, কাজ করে খায়
অধিকার চায়,নয় করুণা।।
কলে বলে ছলে, কূটকৌশলে
করো প্রতারনা।।


অভাবের সংসার, কোনমতে দিন পার
নেই কোন সঞ্চয়, খেয়ে দেয়ে বেঁচে রয়
ভালবাসা বিনা কিছু আশা করে না।
তার দিকে কর লোভ, ঝোপ বুঝে মার কোপ
দুই টাকা ঠকিয়ে, তুমি খাও ঘি দিয়ে
ভাবা যায়না।
সে তোমার ভাই, কাজ করে খায়
অধিকার চায়,নয় করুণা।।


রোদ বৃষ্টি ঝড়, নেই অবসর
ছুটে যায় কাজে, পায় সুখ খুজে
পেলে স্বান্তনা।
ধরণীকে সুন্দর, সাজায় যে কারিগর
মূল্যটা দিতে তার, কৃপণতা কেন আর
তারাই ত মাটিখুড়ে ফলায় সোনা।
সে তোমার ভাই, কাজ করে খায়
অধিকার চায়,নয় করুণা।।


হাসিমুখে করে কাজ, হেলাফেলা নাহি লাজ
চায়না সে ভিক্ষা, কর্মে সে পাক্কা
তার সাথে ধোঁকাবাজি মানা যায় না।
ঠকানোর চিন্তাতে, ডুবে আছো দিনেরাতে
তুমি তার গলা কেটে, উল্লাসে যাও ফেটে
লুটেপুটে চেটে খাও রক্তকণা।
সে তোমার ভাই, কাজ করে খায়
অধিকার চায়,নয় করুণা।।


বঞ্চিত নিঃশ্চুপ, বুকে জমে আছে ক্ষোভ
হবে বিস্ফোরণ, বুঝবে তখন
কি যে যন্ত্রণা।
প্রাপ্যটা দিলে তার, জয় হবে দুজনার
মালিক আর শ্রমিকের, সুর হোক মিলনের
দূর হোক অভিযোগ, হাহাকার কান্না।
সে তোমার ভাই, কাজ করে খায়
অধিকার চায়,নয় করুণা।।