জননী তোমার মধূর স্বরে জাগিয়াছে বসুন্ধরা,
পুষ্প কাননে প্রশমিত কলী মেলিয়াছে পাপড়ি ধারা ,
তোমার ঔরশে কত প্রজন্ম ,কত গুনি জন আসিয়াছে এই পৃথিবীতে,
জননী তুমি আসিয়াছ হেথায় শুধু দুহাত ভরিয়া দিতে,
স্নিগ্ধ আঁচলে মূছিয়া বেড়াও সন্তানের যত জ্বালা ,
সম্মুখে তাঁহার তুলিয়া ধর নিজ অন্নের থালা,
স্নেহভরা হৃদয়ে এমন স্বজন জীবনে সবার একজন ই তো থাকে
মনের সর্বচ্চ আসনে চিরদিন রাখিও সবাই সবার মাকে ,
উজার করিয়া  নিজের সবটুকু যিনি হাসিমুখে দিয়ে  দিতে পারে ,
মমতাময়ী ,মা, জননী রুপে তুমি আজীবন থেকো এ সংসারে ।