এক টুকরো আকাশ-                                  চাই আমি মনের মত করে এক টুকরো আকাশ...
    যেখানে থাকবে প্রাণখোলা হাঁসি, আসবেনা যেখানে বেদনার ঝড...।
   থাকবে যেখানে শুধু স্বপ্ন রাশী-রাশী , থাকবেনা কোনো আপন পর।
দিতে পারো আমায় সেই এক টুকরো আকাশ? ...
পাখীদের মত আমি সীমাহীন হব, এক দিগন্ত হতে আর এক দিগন্তে যাব
স্বপ্ন কে তখন আরও কাছে করে পাব, থাকবে যেখানে নিজের উপর অগাধ বিশ্বাস।।
দিতে পার আমায় সেই মুক্তির আকাশ?
নিতে পারি যেখানে প্রাণ ভরে নিশ্বাস...।
নাই যেখানে কোনো শ্রেনি ভেদাভেদ, নাই কোনও দীন--দরীদ্রতা ...
মানুষ শুধুই সেখানে মানুষ , আছে যেখানে শুধুই মানবিকতা।
       জানি পাখীদের কাছে আছে দুটি ডান...,মনে নেই কোনোও ভয়।।
তাইতো তারা এত সহজেই ছুতে পারে আকাশ ,নেই তাতে কোনো সংশয়,
      তবে,    দিতে পারো কি আমায় এত টুকু আশা ,
   একদিন সেই আকাশকে খুঁজে পাব ...
           যেখানে স্বপ্ন রাশী-রাশী, প্রাণখোলা হাঁসিতে আমি নিজেকে নিজে হারাবো।।  
  
         (সম্পা গাংগুলী)