অপেক্ষা-
                            রাতের রজনী ফুরায়ে গেল মলিন হলনা তো বসন
নিদ্রা হীন দিবস রজনী এ দুটি নয়ন আসিবে তুমি কখন !
পথ চেয়ে থাকি তব অপেক্ষায় হে মোর পরম পি্রয়
তোমারই হৃদয়ে পার যদি তবে এতটুকু স্থান মোরে দিও।
সে দিন যখন আসিয়াছিলে তুমি হয় নাই মোদের দেখা
দারোয়ান আমায় দিয়াছিল এক কাগজ ছিল তোমার পত্র লেখা
কি মহিরুহ তোমার পত্রখানি আজও মনে হয় রহিয়াছি সৈসবে
প্রতিটি স্মৃতি বাস্তব যেন ধুসর হইয়াছিল সেই কবে।
কতদিন তোমা সাথে হয়নি গো দেখা আসিবেনা কি একটি বার
যত প্রহর ই হোউক বসিয়া থাকিব বন্ধ করিবনা এই দুয়ার ।।


          সম্পা গাংগুলী