শেষ দিবস
          সূযের্র আলো রঙীন হল ,
নতুন দিবস হাত বাড়াল!
কী জানী কী হবে পাছে!
আমার ভাগ্যে কী লেখা আছে।
কাল যখন আমি দিনের শেষে ,
ভাবছিলাম নদীর ধারে বসে!
আজকে কী আর দেখতে পাবো
নতুন সূর্য্য ঐ আকাশে।?
ভাবলাম যখন চলেই যাব,
আরেক টু না হয় বসি !
তাড়া কি সের মৃত্যু যখন
কেড়েই নেবে হাসিঁ ।
হঠাৎ ঘুমে জড়ীয়ে গেল হতাশ দু নয়ন,
কখন সকাল ঘুম ভাঙালো ,মেনে আপন জন,
অবাক চোখে দেখলাম আমি জীবনের শেষ সকাল।
এমন রঙীন সুন্দর সকাল দেখব না যে কাল।

কখন নাজানি মৃত্যু আমার নিঃসাশ টি হঠাৎ নেবে কেড়ে,
চলে যেতে হবে তার ইশারায় পৃথিবীর পথ ছেড়ে।
কালকের আকাশে আবার থাকবে চন্দ্র-সূর্য্য,
শুধু থাকবেনা আমার মুখের ঐ  হাঁসী।


ফাঁসির হুকুম মুকুব হয়েছে ,কাল যে হবে আমার ফাঁসী।


       (সম্পা গাংগুলী)