যে গাছে ফুল ধরেনা ,পায়না যে সে মান ,
সবাই বলে তুলেই দাওনা ,নেই যে এতে প্রান।
সখ করে তো গাছ লাগালে দিল কি সে ফুল ?
এবার তবে মেনেই নাওনা ,করেছো যে ভুল।
বাগানের সেই ফুল গাছটি শুনছে সবার কথা ,
সবাই ভাবে মরা আমায় লগেনা কো মনে বেথা,
মাটিতে যে পাথর ভরা খাবার হেথা নাই,
জল টুকু ও সে ধরেনা যেটি আমার চাই ,
এবার বল কেমন করে আমি বেঁচে আছি!
তোমরা তো সব স্বার্থ দেখ ,দোষী হয় শুধু গাছ ই।
কখনও কেউ মাটির কাছে জানতে কেন চায়না!
আছে যে তাতে গুনের অভাব মানতে সে যে চায়না ।
এভাবে যে কোরোনা কো একজনেরই বিচার,
কেউ তাহলে বিশ্বাস করে ফুল দেবেনা আর।
ফুল যে বড় কোমল সে তো পাথরে নাই হয়
সেই সুধু জিততে পারে মানুষের কঠিন হৃদয়।
এ জগতে যেদিন সকল মাটির বিচার হবে ,
সেদিন থেকে সকল গাছে ফুল সবাই পাবে।