সুপ্রভাত---             সকাল আমায় ডেকে বলে , রাত যেহল শেষ।
চোখটা খুলে দেখনা আমায় এলাম তোদের দেশ ।।
অন্ধোকারের জোয়ার পেরিয়ে সোনালী আলো দিতে  ।
ইচ্ছে কি হয় না একবার দুহাত ভরে নিতে?
চারিদিকে উজল আভাঁ  ডাকছে কাছে আয় ,
  ছড়িয়ে গেল রঙীন প্রকাশ তোর আঙীনায়।।
আধাঁর রাতে যারা ছিল কুচকুচে সব কালো।
ধুয়ে দিল প্রভাতের সেই এক ঝলকের আলো।।
সবাই এখন রঙীন বসন করেছে ধারন, আপন -আপন দেহে,
নতুন দিনের নতুন সকাল দেখনা ও মেয়ে তুই চেয়ে।।
              - সম্পা গাংগুলী