স্মৃতির বাক্স ঘাটতে গিয়ে ,হারিয়ে গেলাম সেই দিনে ,
  প্রজাপতির মত পাখনা মেলে মন , দৌড়ে পালালো  কখন ।
কবে জেনো সেই খেলেছিলাম সেই পুতুল বিয়ের খেলা ,
কেন আজ তা এত ধূসর হল , পরছে না কেন মনে?  
বছর কি তাহলে এত তাড়াতাড়ি বলছে , হল যে জীবনের অবসান !
সংসারের চাপে ভাবিনি কখনও কত টা হোলো যে বয়স ।
ভেবেছিলাম , এই তো সেদিন এলাম গৃহবধূ হয়ে এত টা দৃষ্টি হল ক্ষীন?
ধূলোমাখা সব ছবি গুলি তাই হয়ে গেছে কতটা মলিন ।
একদিন এই স্মৃতিগুলিতে  ছিল আমার জীবনের হাসি
সময় আজ সব কেডে নিয়ে গেছে , দুখ্য দিয়েছে রাশি-রাশি ।
ভুলতে বসেছি কোনোদিন এ ঘরেতে ছিল চারিদিকে কোলাহল ,
সন্তানেদের মাঝে হয়ে যেতাম আমি তাদেরই মত চন্চল
একে একে সব নিজের জীবনে এতটাই আজ কর্ম ব্যস্ত ,
মায়ের জন্য নেই যে সময় , কেউ বোঝেনা তার মনের কষ্ট ।
এই স্মৃতিগুলি তাই এতটা আপন লাগছে এতটা নিজের করে ,
এরাই আমার নিসংগতা কে দুর করেছে , সাথে থেকেছে জীবনজুডে ,
আজ যদি এই স্মৃতির হাত ধরে আমি যদি মরে যাই! ,
আমার স্মৃতি শুধু  আমারই ছিল ,আমারই চিতায় হবে পুড়ে ছাই।।