সুখের সাথী নাই যদি হও বিপদে থেকো সদা পাসে ,
কেউ থাকেনা জীবনে তখন ,বিপদ যখন আসে।।
বিশ্বাশের সেই হাত খানি দিও আরকিছু চাহিনা তো আমি ,
সকল সময় সুধু পাসে থেকো হে ইশ্বর ও অন্তরযামী।
আমরা সবাই তোমারই সন্তান ক্ষতি আমাদের হলে ,
তোমার ণয়ন কি থেমে থাকবে !ভরবে না ,নাকি তখন জলে ।
কান্না দিয়ে পাঠিয়েছো বলে হাঁসিটা নিওনা কেড়ে,
বৃদ্ধ্য যখন হবে মানব তখনই যায় যেন এ সংসার ছেড়ে।
এভাবে যদি প্রকৃতির হাতে অসময়ে হয় মানুষের বিনাশ ,তবে কি কখনও তোমার উপর রবে কি  তাদের বিশ্বাস?
বিশ্বাসে তুমি রয়েছো সদা বিশ্বাসে তুমি ই আজীবন থেকো ,
সব মানষের কল্যান করো তুমি ,তাদের সুধু তুমি ভালো রেখো।