হঠাৎ  কলিং বেল বাজল , সকাল গড়িয়ে দুপুর তখন ,
     এখন আবার কে এল ?, হঠাৎ বলে উঠল মন।
  দরজা খুলতেই , এক অচেনা মুখ দেখতে পেলাম ,
একরাশ ধূলোমাখা গায়ে বলে উঠলেন " তোমাদের দেখতে এলাম "
আমি বাকরুদ্ধ হয়ে দরজায় দাঁড়িয়ে , ঠেলে ঢুকে গেলেন এক ঝটকায় ।
হঠাৎ চেতনায় ফিরে আসতেই বলে উঠলাম , কে আপনি ? কখনও দেখিনি তো ? কেন এলেন আমার দরজায় ?
এক ছুটে গিয়ে টেবিলে রাখা খাবার থেকে মুখে কিছু আহার যেইনা গুঁজেছে !
আমিও তখন খুব রেগে গেছি ,তাকানোতে আমার সে বুঝেছে ।
কাঁচুমাচু মুখে হাত ধরে আমায় বললেন " পাগল বলে আমায় তাড়া করে কিছু লোকে ,
পাগল নইকো আমি , ছেলেরা আমায় দেয়নাকো দুটি ভাত , দুর করে দিয়েছে ঘর থেকে ।
তাই তো আমি পথে -পথে ঘুরি , একটু খাবার খোঁজে , দেয়না কেউ আমায় এতটুকু আহার , ঘুরে বেড়াই দোরে-দোরে।
সব শুনে কেন জানিনা আমার চোখেতে কখন এসে গেল জল, মনে হল যেন মাতৃসুলভ অতিথি কেউ এসেছেন আমার ঘরে,
। সযত্নে বসিয়ে সেদিন আহার করালাম তাকে , মনে হল যেন চোখের সামনে দেখছি নিজের মায়ের ই মত কাউকে ।
ভবিষ্যৎ তার পথেতে কাটবে এইটি মনেতে ভেবেই ,তাকে নিয়ে গেলাম কাছের এক বৃদ্ধাশ্রমে ।
নিজের মত কিছু  গৃহহীন  সাথী পেয়ে , মিশে গেলেন তাদের সাথে  খুব সহজে ,
দুর থেকে আমায় হাতটি নাড়িয়ে , বিদায় জানিয়ে রয়ে গেলেন তাদেরই মাঝে ।।
এখন, দুপুর বেলায় প্রায়ই বেল বাজলেই ,দৌড়ে গিয়ে রোজই দেখি ,
আবার বোধহয় আমার দুয়ারে এলেন অচেনা সেই অতিথি ।।