সেদিন  দেখলাম তোমায় ,দাঁড়িয়ে ছিলে তুমি চৌরাস্তার মোড়ে,
    দাঁড়িয়ে ছিলে জানিনা কার অপেক্ষায়, লাল শাড়ী পোড়ে ফুল  হাতে করে।।  
হাতে শাঁখা-পলা সিঁথিতে সিন্দুর , বিয়ে করে তুমি চলে গেলে অনেক দুরে,
কতদিন না জানি অপেক্ষা করেছি , দাঁড়িয়ে থেকেছি , এই চৌমাথারই মোড়ে,
এই বুঝি তুমি আসবে এখুনি ভালোবাসার  সব বাধা পার করে ,
মনে পড়ছে সেই কলেজের  কথা,এমনি ভাবেই তুমি আমার জন্য দাঁড়াতে  ,
ছুটির পরে রোজ দেখা করবে বলে ,আসতে আমাদেরই পাড়াতে ।
দেরী দেখে আমার হয়ে যেতে দিশেহারা, এখান ওখান ছুটে বেড়াতে ।
তারপর, যেই দেখা হল কত -শত অভিযোগ ! , জান তুমি কত চিন্তা আমি করি !
কেন দেরি কর ভাবনায় আমি মরি , ভাবনা কি হয়না তোমার?
মাথা নত করে শুনতাম তোমার মিষ্টি অভিযোগগুলি ,খুশি হতাম মনে মনে ,
আমার জন্য ভাবতে পারে এমন কেউ আছে তাহলে আমার ও জীবনে।!
একসাথে আমরা কাটাব জীবন , থাকবে যেখানে শুধু ভালোবাসা ,
নির্জন এক স্থানে ,একসাথে দুজনে ,গড়বো সুখের বাসা । এই ছিল প্রত্যাশা ।
স্বপ্ন সেদিন পুরণ হবে জেনে ,সব কিছু ছেড়ে যদি বা তুমি এলে ,
তবে কেন সেদিন ছেড়ে গেলে একা আমায় , আসছি এক্ষুনি বলে ?
তোমার অপেক্ষায় রয়ে গেলাম আমি ,তুমি তো এলে না ফিরে ,
একাকী আমায় ছেড়ে  গেলে সেথায় ,নির্জন ভালোবাসার নীড়ে।


                                 ( সম্পা গাংগুলী)