এ জীবনে আছে মোর এতটুকু আশা , ধরণীর এক কোনো গড়িবো ছোটো বাসা ,
মনের মতন করে রচিব যে তারে , সকলেই আসে যেন তাকে দেখিবারে ।


নীড় যদি হয় ছোটো নেই তাতে ক্ষতি , ফুলের বাগানে যেন থাকে প্রজাপতি ,
মধু খেতে তারা যখন থাকবে সব মেতে , ভ্রমরের গুঞ্জন তখন শুনবো কান পেতে ।


,ভোরের আলোতে কানোনে ফুটবে কুসুম , পাখিদের কলোরবে ভাঙে যেন ঘুম ,
চারিদিকে থাকে যেন সবুজের মেলা , প্রকৃতির মাঝে যেন কাটে প্রতি টি বেলা ।


নিজের মতন করে থাকবো সুখের ঘরে , আর কেউ থাকবেনা মোর সংসারে ,
একাকি কাটাবো আমি ভেবেছি মনে -মনে , মনের মতন করে সেই সবুজ নির্জনে ।


এই হল এজীবনে আমার মনের বাসনা  , বিধাতার কাছে জানাই এই প্রার্থনা ।
প্রকৃতির সেবা করে কাটাবো জীবন, তারই মাঝে আসে যেন আমারই মরণ।