অবুঝ মন আর কাঁদিস না রে পর হল আজ স‌ই..
মনের কথা কইবি কারে , শুনবে সে জন কৈ?


ঘোড়ায়  চড়ে টোপোড় পড়ে আসবে নাকি বর..
সই আমার বউ সেজেছে যাবে শশুরঘর..


মাথায় মুকুট, গলায় মালা ,গায়ে বেনারসী
লাজুক-লাজুক চোখ দুখানি, মুখে লাজুক হাসি..


পানের পাতা মুখে ধরে বিয়ের পিঁড়িতে বসে
সাতপাকে আজ ঘুরবে সে যে  বরের আশেপাশে..


শুভ দৃষ্টি, মালা বদল হল সম্প্রদান
রাঙা হল সাদা সিঁথি, হল  সিন্দুর দান..


পর হওয়া যে স‌ইবে না মন , তাইতো আছি  দুরে.. ‌..শুশুরবাড়ী গিয়ে সবার থাকিস মন তুই জুড়ে..


বৌ হয়ে আজ  
চলে গেলি  আমি হলাম একা ,
বিদায় বেলায় হল না সই তোর সাথে শেষ দেখা।