মেঘের ঝাঁপি উপুর হলে
নূপুর পরে জল ঝরে,
কাঁচের কনা কথক নাচে
আকাশ মাটির কলঘরে।


হৃদয় জুড়ে, সান্দ্রপুরে,
ঘন-শ্রুতি, মেঘ-মাদল,
ঝড়-ঝাপটে চর্যাপদে
শার্সি ভাসায় ঝর্ণা-জল।


বৃষ্টি ঝরে, কিম্বা ঝরে,
কি যেন নেই তার হাহাকার,
একটু ছায়া,একটু ছবি,
ভাসছে মনে,কার? আহা কার?