চিরল লতা আকাশে বেয়ে ওঠে
ঐ ছায়ার নিচে বসে
তোমার কথা ভাবি নিরলে
চলনে  বলনে নিত্যনয়নে
তোমার ছঁবি আঁকি।


মনের আলয়ে তোমায় শুধু রাখি
তোমাতে কেনো আমি থাকি জানকি তুমি?
তুমি তো স্বর্গের রানী  তা আমি জানি
   তুমি যে আমার মা জননী।


মা তোমার মুখের একটু হাসি
হিরার চেয়ে অধিক দামি
বলো মা,তোমায় কি ভুলতে পারি?
তোমায় অনেক ভালোবসি।


তোমার আচঁলের ছোঁয়া
পৃথিবীর বুকে এক অপূর্ব মায়া
মা তুমি তো মমতার মহল
মা তোমার স্নেহের দোয়া
সে যেনো স্বর্গের ছোঁয়া।


" মা" গো "মা"
তোমার কথায় কথা বলি
মন দিয়ে তোমার কথা ঐ শুনি
তোমার কথা তো কথা নয়
যেনো মুক্তার গড়াগড়ি।