ষড়ঋতু বাংলাদেশ
----রাবেয়া  বিনতে শাহজাহান


অপরুপ রূপময়ী আমাদের এই বাংলাদেশ
ঋতুতে  ঋতুতে তাহার দিগন্তজুড়ে,
যেনো রূপের মেলা বসে।
অতুলনীয় প্রাকৃতিক লীলাবৈচিএ্যের সমারোহ ঘটে
পরিক্রমার পথে অগ্রসর হতে চলে
যেনো ছন্দ মিলিয়ে চলে।


গ্রীষ্ম আসে রে আসে,,,
অগ্নিদাহ আবির্ভাব ঘটে আর রুদ্র তাপসে
রঙ বেরাঙের ফল-ফলাদিও আসে
পাকা ফলের বৈভব যেনো গ্রীষ্মকালে।


আসে গ্রীষ্মের পর আসে,,,
বর্ষার আগমন  আসে
নীলাদ্রী ঐ কালো আকাসে মেঘের  আনাগোনা মেলে।
রিমঝিম বৃষ্টি দিনরাত চলে
পুষ্প সৌরভ চারদিকে মেলে
পর্যায় ক্রমে সুন্দরী বর্ষা বিদায়গ্রহণ  করে।


আসে রে আসে,,,,
শরৎ এর আগমন  আসে
বঙ্গ প্রকৃতিতে রূপের বাহার মেলে,
মেঘমুক্ত সুনীল  আকাশে
রূপ-কান্তি, আলো-ছায়ার  লুকোচুরি  খেলে
চারদিকে সুদর্শনের দুয়ার খুলে।


শরৎ পর আসে রে আসে,,,
হেমন্ত  আসে বর্ন বাহার নিয়ে
মাঠে  মাঠে  ধান পাকে
নবান্ন  উৎসবে  মতে ওঠে
গ্রাম বাংলার ঘরে ঘরে।


আসে রে আসে,,,
হেমন্তের পরে শীতের  আগমন ঘটে
কুয়াশাচ্ছন্ন শিশিরসিক্ত রাস্তা ঘাটে
শিশির  শুধু  পরে,
ঘাসে ঘাসে শিশির  বিন্দু  থাকে জমে
সূর্যের  কিরনে  মুক্তার মতো জলমল  করে।


আসে রে আসে সর্বশেষ বসন্ত  আসে,,,
ঋতুরাজ বসন্তের আগমনে রূপের  বাহার খুলে
পুষ্পমালা বিচরনের লগ্নে
কোকিলের  কুহু গীতি মহীতে,
তুমুল কোলাহলে অফুরন্ত প্রান  মেতে ওঠে
মানুষ ও প্রকৃতির মাঝে
পর্যায়  ক্রমে ঋতুতে  ঋতুতে  রূপের  আবির্ভাব  ঘটে।