অলখ স্বপন বিভোর ভূবন
জাগরণে নিশি না পোহায়
আশার সুরভি মেখে
আলোর রঙধনু  গেঁথে
যাপিত জীবন  রঙ ছড়ায়।


মনের অগোচরে দেহ কুঞ্জে  
নিরাশা চোখ খুলে হাত বাড়ায়
নিভৃত যাতনার সমাধি বেদীতে
মুদিত নয়নে বারী ঝরে যায়।


কত আশা নিভে যায়
উদিত অঙ্কুরে
কত জীবন ফুরায়ে যায়
পূর্বরাগে।


শোভিত কুসম শুকায় বিকাশে
পূর্ণ শশী জ্যোৎস্না বিলায় আকাশে
ভরা নদীর দূ কুল ভাসে উচ্ছ্বাসে।


আষাঢ় বরিষে ঝরে জীবন পাখি
কোথাও নেই আজ শান্তির বারি
ফিরে ফিরে চাই আজি এ প্রভাতে
কেমনে কুসুম ঝরে রাতে কাননে।


মন হারিয়ে যায় গহীন স্রোতে
ফিরে কি আসবে রাঙা প্রভাত
আসবে নুতন যাবে জরা মলিন রাত।