স্বপ্নচূড়া ভেংগে গেছে
বিরহ ব্যাথায় কালা
মন পুড়ে য়ায় নিরাশার অগ্নিপাকে
একি অবিশ্বাস্য খেলা
কত স্বপ্ন গাঁথা ছিল মনে কত সাধনা অন্তরে।
ধরায় যখন পাঠিয়ে দিলে
কেন তবে কোলে তুলে নিলে
মিথ্যা মায়ার ছলে কেন
এমন নিঠুর মায়ায় ভোলালে।


অবুঝ মনে কত প্রশ্ন জাগে
কত অশান্ত কত দুঃখবোধে
চাইনি কারো করুনাময়তা
চাইনি কারো অবহেলা বার্তা।


ভালোবাসায় ভুলি আদরে দুলি
রেখে দাও হিংসা  কপটতা খুলি
মায়ার বাঁধনে বেঁধে রাখো
স্নেহ পরশে সোহাগ আঁচলে জড়িয়ে রাখো।


এ ধরণীর ধরাতলে  মনোহর মায়ায়  সকলে ভোলে
কত সুরে কত পাখি নিজেকে জানায় সুরের বাঁধনে
পল্লবে পল্লবে মনোহর বেশে প্রকৃতি সাজে
পুলক প্রকাশে।
অচিন অলখ টানে মনোহরায় মধুর মিনতি ভরে
যেতে দাও তারে বেঁধে রেখো না বাহুপাশে
মুখটি মনে পড়ে অনুভব অন্তরে
অজানায় ঝড় বহে অচেনা নদী অথৈ পানি
কুল কিনারা নাইরে।
কেন মেঘ আসে শরত আকাশে
কেন  যায় চলে দূর গগন পাশে।