লহরী কল্লোলে
কত শত  কথা রচে
হৃদয়ের অতল তলে
বেলা বহে যায় অচল চিন্তনে
হৃদয় নদীতে তরঙ্গ সফেদ।


লোকালয় ছেড়ে অনেক দূরে
কিনারে তরণী আসে
পথিক একলা বলে
মাঝি হাসে আনমনে
কি কোথায় চললে
মুখখানি কেন ভার তবে?


ওহে মাঝি নেও অনেক হেসে
সময় পাবে কি পাবেনা
দেখা হবে কি হবে না
বাঁচি কিংবা মরি যাবো দূর দেশে।


মাঝি বলে ভারী মন খারাপ এজন্যে
নাও আর হাসবোনা তবে
সহজ সরল বলে হাসি খানি আসে
জটিল কুটিল কথা আসে না পেটে
নামো এসে গেছে এপারে।


যাই তবে ভালো থেকো
অন্তর বিবাগী সরল সুন্দর
নীলাকাশ  জুড়ে রেখে দাও হাসি
শরৎ মেঘের পাশে।


যখন যাবো মেঘের দেশে
হাজার তারার সোহাগ পেতে
একমুঠো হাসি নিয়ে নেব তখন
তোমায় ভালোবেসে।
  
সংগী অনেক আকাশ পাড়ে
লাগবে ভালো জ্যোৎস্নারাতে
তারার মাঝে খুঁজে পাবো
হারিয়েছে যারা ধরণী হতে।