মুখে পায় না প্রকাশ
চরিত্রের   চোরা পথ
নয়নে শোভিছে কি অপরুপ
অন্তরে রয়েছে তিক্ততার অপার কোঠা।


মানুষের ভিতরে আরেক মানুষ
দানবের ভিতরে আরেক দানব
চোখের ভিতরে হরেক দেখা
নেশার ঘোরে জগত দেখা
পায়না দেখিতে নয়ন সম্মুখে
রূপের জ্যোতিতে কি যে ছটা।


ভ্রান্তি বুনেছে কাটাময় পেশাক
পড়েছে যে জন তার দেহে দংশন
যাতনার জ্বলন ছেয়েছে দেহমন
পারেনা যেতে বাহির ভূবন।


কি ছলে ভরেছো ভূবণ ভরিয়া
কি সুখ পাও তুমি জাল পাতিয়া।
কি সুখে সুখী তোমার মন
কি খেলা ছলে নিশি দিন যাপন।


মরন মোহে ডোবে যে প্রাণ
ফিরিতে পারে তোমারই কারন
সুখের পরশে যে প্রাণ ভাসে
দুঃখকে সে হাসিমুখে রচে।


জগত জুড়িয়া কত যে আঁধার
আলো সমান নয় অধিকতর
খোঁজার মোহে কে কি খুঁজে
জীবন তরি বেয়ে যাবে
ভব সিন্ধু  হবে পাড়।