বাংলা আমার মুখের ভাষা
মিষ্টি মধুর তান
বাংলা আমার প্রথম বর্ণমালা
হৃদয়ের প্রিয় স্পন্দন।  


বাংলা আমার মায়ের ভাষা
অ আ উ ক,খ আন্দোলনেরই ফল
প্রাণ দিল সালাম বরকত
রফিক জব্বার আরও কত সূর্য সন্তান।


১৪৪ধারা ভংগ করলে
রক্তে রঞ্জিত হল ঢাকার রাজপথ
২১শে ফেব্রুয়ারী অমর ২১শে ফেব্রুয়ারী
ভুলি নাই ভুলবো না আমরা কি
ভুলিতে পারি।


স্বাধীনতার বীজ রোপিত হল
বঙালি বীর  ধাপে ধাপে  দিল প্রমাণ
মহানায়ক বঙ্গবন্ধু করলেন মুক্তিরসংগ্রাম
অর্জিত হল বাংলার স্বাধীনতা বাংলাদেশ তার নাম।


রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
শিমুল পলাশের রঙে লেখা
ভাষা শহীদের রক্তের মিনার
বাঙালী জাতির,বাংলার দামাল
ছেলেদের শ্রেষ্ঠ অহংকার।


হারতে জানে হারাতে জানে
স্বৈরঃশাসক হটাতে জানে
বিজয়ের পতাকা ধরতে জানে
অমর একুশ,  রক্ত দিয়ে কেনা
বাঙালির মুখের ভাষার দাম।