স্রোতময় সকাল ভাসিয়ে নিয়ে  যায় পানকৌড়ি জীবন
দূরন্ত পায়ে এগিয়ে যেতেই পথে থেমে  যাই
গোলাপি চেরির শাখা ছুঁয়ে  গান ভেসে আসছিল  
কাছে আসতেই দেখি পথেই যাদের ঘর তারাই বসে আছে  ফুল বিছানায় সাজিয়ে সংসার
পবনের নায় বেলী ফুলের সুবাসময় তরঙ খেলছে
বৃষ্টির সোহাগ জলের মুক্তো কণায় অপূর্ব অরুন্ধতী
কারুময় বালুকণা পাদুকায় জড়ায়।


নিস্তব্ধতার নিয়ন আলো
ছুটে চলে উচ্ছ্বাস বেলায়
জীবনের আনন্দ বরিষণে
এ প্রভাত অমৃত ছড়ায়।


রাতের নিস্তব্ধতা নিয়ে আসে আদিম  ঝড়
ক্ষুধা মিটায় মানসিক শান্তি আসে
সভ্যতার চশমা পড়ে নিশ্বাস জেগে থাকে তারাময়
অদ্ভুত দর্শন অভিধান খুঁজে আলোকবর্ষ পর।
এ শহর জুড়ে ঘুুরে বেড়ায় নির্মমতার নিকাশ ডায়েরি
কোলাহলময় কুটিল রাজনীতির আকাশ  
আবেগের অকাল মৃত্যু রূপময় অট্টালিকায়
কী নেশায় টেনে নেয় সময়ের পুঁথি
শুধু চলতে থাকে পিচ্ছিল পথে আলোর ভিতর
নিকষ কালো।
প্রচ্ছন্ন দেওয়াল লুকিয়ে রাখে
গোপন অভিসার সত্যের বেড়াজাল।