দিনের শেষে নিশির শয়ান
আঁধারের শয্যায়
ঘুমের মদিরায় শরীর ডুবে
অচেনা বন্দর কিংবা অজানা গ্রহের
সংবৃত আখড়ায়।
আবেগর আলিঙ্গন প্রখরতায়
নিমগ্ন স্বত্ত্বা আমার......
তোমার হৃদয়ের ঘন পল্লবিত পাতায়।


বিচলিত মন তোমায় খোঁজে
উষ্ণ আবেগ জড়ানো বেত ফলের চোখে
শিশিরের ঘুঘুর পায়ে, কলমির ঘ্রাণমেখে
অজস্র চুলের চুমায় হিজলের আঁচলে।
তারার কাঁটায় ফোটে জোছনার ফুল
নীরব নিবিড় অশ্রুপাত
আমার হৃদয়কে পরিণত করে
ফুটন্ত কোকনদ সরোবর।

আগুন যেমন গ্রাস করে
পতঙ্গের ডানা চুম্বনের গভীরতায়
গ্রহের জ্বলন্ত  শরীর গ্রাস করে
সমগ্র ভূবণ জ্যোর্তিময় আলোর আভায়।
সচল সজীব পৃথিবী
চলে অবিরাম।


গ্রাস করো তুমি আমার সবুজ উদ্যান
দুর্দান্ত সৌরভ, হৃদয়ের বাতিঘর
লালছে আভার দীর্ঘ বিচ্ছুরণের সুসজ্জিত পুষ্পরথ।
ঘুমিয়ে পড়া কারুময় প্রশান্তির চোখ।

প্রেম কয়লার আঁচ......
সত্য দ্বিধাহীন অস্পষ্ট স্বরে বলি
আনম্র ভালোবাসি তোমায়
ধরণীর সুন্দর সৃজন
মধুর সতেজতায় হৃদয়ে আঁকে
শিল্পির একগুচ্ছ তুলির আঁচড়।