সবুজ ঘাসের পাতায় শিশিরের কাঁকন
শিকড়ে ঘুঙুর  মৃত্তিকার সজীব স্পন্দন।


বালুচরে নরম কাশফুল
শরতে শিউলির সোহাগী নিমন্ত্রণ
মিষ্টি রোদের আলপনায় দোয়েলের শিস
টিনের চালে কবুতরের রৌদ্রস্নান
সুনীল আকাশে বিহঙ্গের  অবাধ বিচরণ।

ভারী উন্মাদনায় তান লয়
কিছুটা এলোমেলো কতদিন
কত রাত যাপন সুন্দর আবীরে
মনের মাধুরীতে  সুন্দর কানন।


শিউলি ঝরা দিনে এক গুচ্ছ কবিতার সরাব
দিলাম  তোমায় যদি তুমি না-ও
স্বাধীনতা হীন মনে কষ্টের ঝুড়ি কাঁধে
না-বলা কথার চাপে নিত্য নতুন
যন্ত্রণার পোশাকে বিরাগ বসন্ত দিনে।


আক্ষেপ কুড়িয়ে নিয়েছি ছিল যা কিছু মনে
শুন্যতায় যে ভালোবাসা লিখে রাখ
ক্ষুয়ে যায় নিমিষেই জলরঙে।
স্বপ্ন ছিল শিশু মনে দেবপুষ্পে
নিশিদিন ফুরালো তা না পাওয়ার বেদনাভারে।