অলস  অবিশ্বাসী এক সকালে.....
বিনীত বাসনা মধুর কণ্ঠস্বরে
আওয়াজ তোলে .....  
ইথারে আবৃত দিগন্ত সীমা
কুয়াশা ডাকা নীলাচল ছুঁয়ে যায়।


একটি ছোট হৃদয় নীল নির্ঘুম
সংগীত বাজিয়ে  চলে যায় .....
সমস্বরে কথা বলে প্রিয়জন শব্দের সংগে
প্রতিধ্বনিময় দেহকে জড়িয়ে রাখে
সুগন্ধিময় স্মৃতিকথায়।


ডুবে যাওয়া চাঁদকে খুঁজে বেড়ায়  
নন্দিত অনুজ্জ্বল ক্যানভাসে
মোহনীয় ঝর্ণা জলের  ভিতর
দেউলিয়া নক্ষত্র  প্রতিবিম্ব দেখায়।


গোপনীয়তায় লুকিয়ে থাকা আবেগ
ভালোবাসার তরঙ্গে ভাসে অন্তহীনতায়
প্রেমের বিশুদ্ধ পাত্র ভরে ওঠে নিঃশব্দে।
শহর পেরিয়ে অপার্থিব ছায়া ছুটে চলে
স্নেহঘেরা পল্লীর বিজন মাঠে।


নির্বাক মা নিথর নিস্তব্ধ তনু ছুঁয়ে
আহাজারি করে কোথায় .......
হে বিশ্ব বিধাতা বধির কেন তবে ?
কেন এমন তব লীলা ?
বুঝিবার সাধ্য নাই কেন কারো ভবে?