কতটা সহজ টান
অবুঝ অনুরোধ মুখভরা হাসি
আঁখির  দুয়ারে  কুসুম কানন।
সুখ সুখই যদি ও বদলে যায়  দুদণ্ড সময়
পাড় হয়ে আসা সময়ের দরিয়ায় জেগে ওঠে
কত ঢেউ কত রঙ কত স্নেহ কত প্রেমময় টান।


সময়ের সংসারে বাঁধা পড়া আমিও
হয়তো বদলাই
গ্রহ নক্ষত্র দিক বদলায় আকাশের বদলায় রঙ
বদলায় স্নেহ প্রেম শ্রদ্ধা ভালোবাসা বন্ধুত্ব
দেহ ও বদলায় আত্মার ইচ্ছায়
কতদিন ভালোলাগে একই গান শুনতে
একদিন দু'দিন তৃতীয় দিনে পাল্টায়।


হৃদয়ের রয়ে যায় টান
হয়তো একই দেহে জমিনে
চাষ শেষে বিদায়ের বাজে শাঁখ
মিশে যায় মিতালি ভোর দুপুর কিংবা রাত।


পাতাঝরার এ-ই দিনে হিমেল হাওয়ায়
কিসের ফিসফিস শব্দ স্বাধীনতার সুরে
বেজে ওঠে গান এ যেন বিচ্ছেদ
বৃক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার।


এ অনন্ত  ক্ষুধার নিবৃত্তি নেই
বাসনার ও নেই নিবৃত্তি
নেই ভালোবাসারও
নেই কামনার ও
শুধু নেই আরও নেই।