কতটা সুশোভিত জ্যোৎস্না ছড়াও তুমি
হয়ত  জানিনা আমি।
এচোখে যতটুকু আলো আসে
ঠিক বুঝে নিতে পারে
ভালোবাসার পুরত্বটা।


সব মন শুধু খুঁজে নেয়
প্রাচীন পথ প্রাচীন জমে
থাকা সিন্দুক কোটা
যেখানে ভালোবাসার
রঙগুলো সাজে প্রতিদিন
কোনটা আগে কোনটা পরে।

যে মানুষ কখনো হারতে চায়না
সে কি করে জানবে জয়ের
আনন্দ কতটা।


যে সুতো দিয়ে এ শরীর
জুড়েছে আশ্রয়
মায়া মমতা সেখানে
পেয়েছে খণ্ডকালীন প্রশয়।


মৃত্যুকে করিনা ভয়
কারন জন্ম মৃত্যু
যার কারনে সে
আমার ভিতরেই
সদাই রয়।


এ দেহ বস্ত্রের সমতুল্য
যদি হয় পুরাতন
ছাড়িবে  নিশ্চয় ।


শুধু হৃদয়ে হৃদয়ে
ভালোবাসারা কথা কয়
হাসে গান গায়।
অভিমান জমে
গাঢ় কল্পনায়।


এখনো বহু পথ
কিনা জানিনা
বারবার তাড় ছেঁড়ে
সবুজ লতা গুল্ম
কেমনে  আঁকড়ে ধরে।
সব আসে ঘোলাটে  রঙে
অন্ধকারে মচ মচ পাতার
শব্দ  সাড়া পাই।

দূর্দিনের যাত্রীরা সব হুশিয়ার
সাবধান বিপদ শঙ্কুল এ ধরণীর প্রতি পদ
আতঙ্কের সিঁড়ি  উঠিছে কাঁপি  খুব সাবধান।