মনের আবেগ জুড়ে উচ্ছ্বাস এ বেলা
এক চপল হরিণী চঞ্চলা
আঁখির খুশিতে শতেক জোনাক জ্বলে
নীল সমুদ্রের তরঙ্গের খেলা এ যেন বৈশাখী
পূর্নিমায় মিলেছে তারাদের আনন্দমেলা।
নাচে ঢেউ মুখের আরশিতে লাল নীল খেলা
রঙের মধুরিমায় দুলে কুন্তল কর্ণে দোলে তপ্ত কাঞ্চন
রেশমি পালকে অনিমেষ আত্মহারা।
এসেছে বাসন্তী হাওয়া ফুলে ফুলে ফুলের মেলা
মধুবন সুগন্ধে বইছে আলোকের ঝর্ণাধারা ।


ভালোলাগার কত রঙ মেলেছে আকাশে সুনীল ডানা
এ প্রভাত আসবে বলে আঁধারের কত ছবি
শশীর  শিল্পীমনে কত যে নকশা আঁকা
তারাদের আলোক জলে হৃদয়ে কত কথা জমা।


পথের বাঁকে পথ ফুরালে
প্রশ্ন আসে বক্ররেখায়
মিথ্যে বলে কষ্ট পেলে
সে কষ্ট মিলিয়ে যায়।


ভাদ্র দিনে ভরা স্রোতের টান
মেঘে মেঘে বর্ষার অভিমান
চলে যুগলবন্দী দুঃখ সুখের গান
এক জীবনে যায়না পাওয়া
অসীম ইচ্ছের সুনিপুণ মান।


কত গভীরে হৃদয় মিলে
কত সাধনায় ধন
প্রেমে কত অন্ধ হলে
পিতা মাতা দুঃখে পর।