নিত্য পূজায় তুলসি তলায় প্রদীপ জ্বলে
মঙ্গল বার্তায় দুহাত তুলে মিনতি রাখে
মঙ্গল হোক পৃথিবীর সব সন্তানের
শুভ হোক প্রহরের সকল মূহুর্তের।


কত চাওয়া আশার ফাগুন বসন্তের
হৃদয়ে হৃদয়ের প্রদীপ জ্বেলে
মন হারানোর ব্যস্ত সকাল
জোয়ার নামবে গড়ানো দুপুরে
কাজল চোখে চোখাচোখি
জলতরঙ্গ এক সমুদ্র ভালোবাসার
তুফানমেইল।
গোলাপি বিকেলের নিমন্ত্রণে
শহরটা হবে আজ বড় অচেনা
আড্ডায় হাউসফুল প্রেম কাননে
হৃদয়ের ক্ষত পুড়িয়ে
ভালোবাসা বিকবে আজ নিলামের হাটে।


অচেনায় ডুবে যাবে তারুণ্য মন
একটু ছোঁয়া পেতে অধরে
ঘাসফুল হেসে খুন সুগন্ধি আতরে
সবুজের মেলা আজ মিলনের সৌরভে।


লাল নীল সাদা ফুলে মাথায় মুকুট
পরণে হলুদ শাড়ি ঝুমকো দুল
পবন এসে  কানে কানে বলে
এসেছে ফাগুন এসেছে  বসন্ত
বহিছে আনন্দ  করোনা বেলায়।