মনের ঐ মহুয়া বনে তোমার
মন ছুটে যায় বিকেল পেরিয়ে
পাখির ডানায়.....
আঁধার যখন নামে।
খুঁজে ফেরে নীড়
পাতা খসে পড়ার  মর্মর শব্দে
আঁকাবাঁকা পথ ধরে।


শেষ বিকেলের  রোদ হারিয়ে যায়
সমুদ্রেরই নীল তরঙ্গে
দেহ আর মন মিলে
স্বপ্ন দাঁড়ায় একই হৃদয় তটে।
কিছু আপন কথা মুখোমুখি বসে
ভালোবাসায় দুটি হৃদয়ের প্রশান্তি আসে।


ব্যস্ত ভীড়ে ঘুচায় লেনদেন
জ্যোস্না খুঁজে নেই
রোদ হারানোর বিকেল
সবুজ ঘাসের শীষে
কারুময় শিশির লিখে রাখে
এক ফোঁটা প্রেম।


মন ছুটে যায় বিজন বনে
যেখানে ফুটে আছে ধুতরার সারি
আছে পড়ে নির্জন লাইব্রেরি....
বইয়ের পৃষ্ঠা উল্টে চোখ পড়ে
হেমলক শব্দে চোখের পাতা বুঁজে আসে
মনে ঝড় উঠে সক্রেটিসের ছবি কথা বলে।


সম্বিত ফিরে এলে
বুনোফুলের গন্ধে মন ভরে উঠে
চারিদিক নিস্তব্ধ তখন ও ছুটে  চলে
নিরক্ষবলয় ঘুরে অবিরত.......।