অমল প্রাতেঃ বাঁকে বাঁকে
ছুটছে পাখি ঝাঁকে ঝাঁকে
সুখের আরশিতে স্বাধীনতা
ঠোঁটে ঠোঁটে সুরে সুরে।
ডানায় ডানায় মুক্ত পাখায়
ইচ্ছে খুশিতে  দোদুল দোলে।


রঙ্গন কাঞ্চন  পাপড়িতে
হাসছে বিধাতা অনিমেষ হাসিতে
হারিয়েছি মন  অম্লান হাসিতে
আনন্দ ঝর্ণার শোভা চারিপাশে।


ঘূর্ণি পাকে ঘুরছে ভাবনা
নদীর তীরে বনের ধারে
মনও নদীর মতো স্রোতে ভাসে
বিভোর গহীনে অতল জোয়ারে।
এঁকেবেঁকে চলতে চলতে হঠাৎ ফিরে ভাটার টানে।


হিম হিম কুয়াশা গুঁড়া গুঁড়া
প্রাণ সমীরণে খরা চড়ে
অন্তরের হা বাড়ে হাঙর হা,তে
নদীর ও উচ্ছ্বাস যতই ধায়
বহে অনন্ত তৃষ্ণা অন্তর তলায়।