নিবিড় আনন্দগুলো
আনম্র ভালোবাসি
আমাদের ভালোবাসা হবে
একদিন কাদাময় ঘাসফুল ফুটে রবে
ছায়াময় শিতলাতায় সতেজ মধুর।


খোঁপায় হলুদ গাঁদা অশোকের ফুল
শান্তির পাখনা ছড়ায়  চোখের পলক
মৌমাছির ব্যস্ত গুঞ্জন উন্মাদ ভালোবাসা
বসন্তের ঝলক হৃদয়ের নিষিদ্ধ ঘরে
সোনালী শিষের মাদকতা।
শরীরের নিঃসঙ্গ নালায় শালীনতার দূর্গ
সিগ্ধ নিরাময় শিমুলের লাল রঙ।


আজ এক অভাবনীয় সূর্যোদয়
আমের মঞ্জুরিতে বসন্তের গান
হৃদয়ের আবেগের এক সুতীক্ষ্ণ শস্যমঞ্জুরী
প্রেমময় মুকুট জাদুময়।


আমার হৃদয় নাড়ায় পুঞ্জীভূত ফুলের স্তবক
সুগন্ধি সৌরভের পথে ধরে হেঁটে যাই আমি
আলিঙ্গন করি ভালোবাসার লালগোলাপ
বেদনার্ত দিনগুলো ঝরে পড়ে কুয়াশার খাঁচায়।


অনাবৃত ক্ষত ঢাকা পড়ে ভালোবাসার উপহারে
শিকড় কাঁদে বিষণ্নতা আকুতি জানায়
জিভের ডগায় ভেসে উঠে সুবাসিত গান
বসন্তের এমন দিনে বাঁধা দেয়না প্রেম।