শরত শিশিরে সিগ্ধ মুকুল
বনফুল মঞ্জুরীতে ফুটেছে কুসুম।
অঞ্জলি অর্ঘ্যে সুশোভিত  জবাফুল
মনেরও মুকুরে এ প্রাণ আকুল।


সুনীল আকাশে অলক ভেলা কে ভাসায়?
কাশফুলের মেলা বালিয়াড়িতে কে সাজায়?
মনোসুখে কে বিছায়ে রাখে  শিউলী ফুল
অঞ্জন নয়নে তাকে দেখিতে হৃদ ব্যাকুল।


চিত্ত শোভিত সুখের খেলায়
দুঃখে আহত যন্ত্রণা বাড়ায়
কষ্ট পেলে দুঃখ বাড়ে
কান্না স্রোতে আবেগ কমে ক্ষীণধারায়।


মুক্তি মেলে মুক্ত কথায়
শান্তি মনে সরলতায়
সুস্থ  দেহ  সরল খাদ্যে
জটিল খাদ্যে রোগ বাড়ায়।


পুলক পরশে রুপের তুলিকা
লিখে রাখে রসের আবির
জন্ম যেখানে মৃত্যুর কিঙ্কিণী
সদা উচ্চে তবুও প্রেম প্রীতির ছবি।