বিমল প্রভাতে অনন্ত আনন্দ রসে
বরিষে শ্রাবণ
হৃদয় তটের কমল ভক্তি বারি।


নীপ সৌরভে জ্ঞান নয়ন খুলে
আসন পেতেছে ধূলি।
রঞ্জিত রৌদ্রজ্বালার মোহকায়া টুটে
সুধারসে প্রাণ রসে ভরে।
আপণ গর্ভশয্যায় শোভিত তরুছায়া
নদী সমুদ্র মোহন রুপে মনহরা।

মনের বিষাদ এমনি করে
দেই জলাঞ্জলি
কুড়িয়ে নেই লক্ষ আশা
অরুণ প্রভাতের তরুণ আশা
ছড়িয়ে দেই তারই সুবাস
আঁধার রাতে জ্বলবে আলো
লক্ষ তারায় লক্ষ দিশা।


মেঘের আড়ালে সূর্য হাসে
নিশির শয়ানে কমল শশি
হাসবো আবার একই সাথে
কাঁদবো দুঃখের রাত্রি।


নয়নের আঁধার যায় না লুকানো
অন্তরের আঁধার দেখে না সহসা সাথী
মৃত্যু কালে ধরণীর ধূলা রবে হয়ে চিরসাথী।