হাত দিয়ে জড়িয়েছিল বাহু
হলুদ ফুলের পাপড়ি ঝরছিল  পথের বাঁকে
লোকের ভিড়ে প্রেমিকা আলতো করে ছাড়িয়ে দিল হাত।


অধরকোণে একটা অস্বস্তির চিহ্ন
মুখের কোমলতা নেই
ততটা সুশ্রী ও নয়
পাশ দিয়ে জোরে হেঁটে যাচ্ছিল
প্রেমিক খুব গা ঘেঁসে হাঁটছিল
আখির আয়নায়  জেগে উঠলো  প্রেমের ফিকে রঙ।


মৃদু হেসে পা বাড়ালাম গন্তব্যে
অবুঝের সবুজ প্রেম এখন আর চিঠি লেখে না,
চ্যাট করে অপেক্ষা বোঝেনা ভিডিও করে
বিয়ে করার আগেই সম্পর্কের পাট চুকিয়ে ফেলে।
সভ্যতার বুলি উড়িয়ে আদিমতা আঁকড়ে ধরে।


এ ফুল ও ফুল করে ফুলের গন্ধ শুঁকে
নুতন ফুলের পাপড়িতে নাচে, মাতোয়ারা গন্ধে
বিশ্বস্ততার হাত ছেড়ে চলে যায় নুতন কোন গন্তব্যে
ঝরে পড়ে পাপড়ি দল সময়ের পেয়ালাতে।


প্রেমের অবুঝ পাঠে
জমে কিছু বর্ণমালা হৃদয়ে গভীরে
আনন্দের অনুভূতি ক্ষণিক উষ্ণ বুকে
নীল কিছু ঢেউ আসে সময়ের বাতাসে।


যুগল হৃদয়তটে আশা বোনে মন চাবিতে
মন তরঙ্গে কতই না খেলা চলে
হারজিত একদিন মিশে যায় মাটির প্রাণে
তখন ও আসবে নুতন প্রাণ
খেলবে খেলা নুতন প্রাণে।