নিকষ আঁধার পেরিয়ে যে প্রভাত
সেখানে জমাট বাধে হারানোর খবর
চোখ মেলে তাকাতে ভয় শুনতে ভয়
কখন  কে হারায় দুঃখময়  দুঃসময়
সোনার চেয়ে খাঁটি যে মাটি
সেখানে ও যে  করোনার আশ্রয়।

হৃদপিণ্ডের প্রতি প্রকোষ্ঠে
বাড়ছে হার্টবিট শ্বাসনালী ও
অসহায় চোখ নাক মুখ
দেহের অংশ হলেও
কিছুই নিজের নয়।


ভয় ক্রমশ চেপে ধরেছে
যে বায়ু  জুড়ায় প্রাণ
প্রশান্তিতে মন ভরায়
সেখানে ও করোনার বাস।


ক্রমশ ছোট হয়ে আসছে পৃথিবী
বিশ্বাস ভেঙে প্রাণ হচ্ছে জড়ের সমান
ভালোবাসার যে শক্তি সাহস
তার দূরত্ব বাড়ছে
মলিনতায় মানবিকতা আজ প্রখর।


নির্বাক পৃথিবী অবাক বিস্ময়
কি অপরাধের কঠিন  বিচার
কেমন লীলা মৃত্যুই সমাধান
ক্ষমা কর হে মৃত্যুঞ্জয়ী
চরণে করি সহস্র প্রণাম।


ক্ষমা কর বন্ধু বান্ধব  আত্মীয়  স্বজন
আছে যত ধূসর মলিনতা মম
ক্ষমা কর ধরিত্রী আমার  না দিতে পারা
যোগ্য প্রতিদান।


পুণ্য হোক বসুন্ধরা
পুণ্য হোক করকমল তব
কেটে যাক কালোমেঘ
কেটে যাক দূষণ যত
পুষ্পিত হোক চরণ যুগল।