গিন্নি
পাশের বাড়ির গিন্নি
রাঁধছে হাঁড়িতে ফিন্নি।


বলছে ডেকে তনয়াকে
দ্যাখ  দেখি মরলো কটা।

বলছে  আবার  সয়না
রোদের তাপ বাড়াবাড়ি।


সারাদিন রান্না খাওয়া
ভালো লাগে  ভালো লাগে না।


যা মরার  মরলে বাঁচি
   মুক্ত হবে দেশবাসী।


শার্সি দিয়ে দেখছি তাকে
বচসা  মোটেই থামেনা ।


বিস্বাদ  কথার ঝাঁঝ
দূরে পালালো দাঁড় কাক।


  শালিক  জোড়ার  মারামারি
থেমে উড়লো ত্বরিত।


পণ্ডিতের মতো হাঁক
চলে আসছে বারো মাস।


গগন বিদারী ঝগড়া
পরিশ্রান্ত   কভু না না।