নয়ন নীড়ে বেঁধেছি যারে
সে যে আমার মন ভুলায় রে
গাহি গান  প্রাণে প্রাণে
কিশোর এ মন সদাই ছোটে।


সুরে সুরে স্বরলিপি তুলে
হারায় এ মন ফাগুন বনে
ভ্রমর গুঞ্জনে কুঞ্জে কুঞ্জে
রঙ পিয়াসী নাচে আনন্দে।

পল্লব পল্লবে প্রাণের মেলা।
প্রাণের পরশে প্রাণ জাগে
হৃদ মহলে তারই আলোছায়া
বৃষ্টি বিলাসী রঙধনু গড়ে।


পথে যেতে যেতে হরিৎ কাব্য
সজল  করুণ উরবির গৃহে  
মৃত্যু অনলে ডরে।
ধূসর আঁচলে শাদা শবের ভার
নয়নের  বারি ঝরে অবিরল।


শঙ্কায় ডুবে মরি কি যেন কি হয়
জীবনের চেয়ে কিছু বড় নয়
জীবন বাঁচানো জীবনের দায়
বেঁচে থাকাই সংশয় ।


যা বলার কিছু কথা বাকী রয়ে যায়
যা শিখে নেওয়ার কিছু শেখা
অর্পূণ রয়ে যায়
শেখা হয়নি  সব বর্ণমালা শেখা হয়নি
শব্দের সব খেলা
বয়সের দিনপঞ্জী তবু এগিয়ে যায়
চেনা সুর শুনি অচেনা রাগের ধারায়।