হিজলের চুলে চুমু নদীর জলে
শতশত কুন্তল বাতাসে উড়ে
মাঠ জুড়ে আখের ক্ষেত
আমের বাগান উঠানেতে মাল্টা
পেয়ারা,  কাঁঠাল।

দু'ধারে মিতালি কলার বাগান
থরে থরে লেবু ফুল
আমড়ার অপরুপ শোভা চারিধার।
আনন্দ যাত্রায় মিলে মিশে একাকার।


খুশির হাটে হাসির জোয়ার
চালতার ফুল হাসে সবুজ পাতায়
মাঝি আনাড়ি সাবধান সাবধান
বনে বনে সাড়া জাগে উল্লাস উচ্ছ্বাস
হাসির চমকে খুশি বন আর বন।


মায়াবী মহুয়াতে প্রিয় বাঁধন
ফুলের হাসিতে উঠেছে জেগে স্বর্গ কানন
বোনের ভালোবাসা অফুরান মধুময়
হৃদয় তটে  সূর্য হাসে অনুরাগী অনুরণন।


প্রিয় পাঠ শেষে গোধূলি আসে
মধুমতী মেতেছে তরঙ্গ খেলায়
অদূরে কাঞ্চনজঙ্ঘা ঐ দেখা যায়
সব মুছে নিষ্পাপ আনন্দক্ষণ।